Wellcome to our world .download all the important and more essential Videos to Youtube for your techno divice and experence .more than hundread softs and links here u find.this aera helps u to make more expert for operating pc.
বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
মানবজাতি সৃষ্টির আশ্চর্য ইতিহাস।
আজ থেকে প্রায় সাড়ে ৬ কোটি বছর পূর্বে একটি বড়ো উল্কা পৃথিবীর উপর এসে পড়ে, যার ফলে সারা পৃথিবীতে ধুলোর ঝড় সৃষ্টি হয়, আর ধুলোর ঝড়ের জন্য সূর্যের আলো চাপা পড়ে গেছিল, পৃথিবীর তাপমাত্রা কমে গেছিল, পৃথিবীতে বসবাসকারী ৩০ কেজির থেকে বেশি ওজনের জীবেরা প্রাণ হারিয়েছিল, এবং ডাইনোসরের যুগ শেষ হয়ে গেছিল। ডাইনোসরের বিলুপ্তি এক নতুন প্রজাতির জীবের জন্য সুখবর নিয়ে এসেছিল, এই প্রজাতি ছিল স্তন্যপায়ীদের প্রজাতি। স্তন্যপায়ী জীবেরা এই মহাপ্রলয় থেকে নিজেদের বাঁচিয়ে নিয়েছিল। উল্কা পিন্ডের আঘাতে পৃথিবীর বায়ুমণ্ডলে তাপমাত্রা অনেক বেড়ে গিয়েছিল। প্রচণ্ড গরম থেকে বাঁচার জন্য স্তন্যপায়ীরা মাটির নিচে বসবাস করতে সুরু করে এবং বেচে থাকার জন্য এরা সবকিছু খাওয়া সুরু করে দিয়েছিল । এত বড়ো মহাপ্রলয় হয়ে জাওয়ার পরে পৃথিবী আবার পূর্বের অবস্থায় ফিরে এসেছিল। মাটিতে আবার নতুন গাছপালা গজাতে সুরু করেছিল, এবং পৃথিবীতে যে ৫ শতাংশ জীব বেচে ছিল তাদের শরীরে Adapted Radiation প্রক্রিয়ার জন্য নতুন নতুন ভিন্ন প্রজাতির জীব সৃষ্টি হতে থাকে। Eosin Epoch নামক যুগে পরায় সাড়ে ৫ কোটি বছর পূর্বে কিছু নতুন প্রজাতি পৃথিবীতে জন্ম নেয়, এদের বাঁদরের মতো দেখতে ছিল, এদের চোখ মাথার সামনের দিকে ছিল।